
নবীগঞ্জে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রা উৎসব গত ২৭ জুন শুক্রবার সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল সকালে রাধাগোবিন্দকে নিয়ে বাজার পরিক্রমা। দুপুর আড়াইটায় রথ টেনে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ায় এসে প্রসাদ বিতরণ করা হয়।
রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করেন।
গোবিন্দ জিউড় আখড়ার রথ উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক শিক্ষক প্রজেশ রায় নিতনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান, ওসি (তদন্ত) দুলাল মিয়া, নবীগঞ্জ গোবিন্দ জিউ-র মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য, সাবেক সভাপতি সুবিনয় কর, নবীগঞ্জ বাজার মার্চেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মৌলানা শোয়াইব আহমেদ চৌধুরী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী সাদিক, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা আহমদ ঠাকুর রানা, পৌর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম মিঠু, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাবেক সভাপতি নিতেশ রায়, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, মন্টু আচার্য, অরবিন্দু বণিক, পবিত্র বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, অমলেন্দু সূত্রধর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি অশোক তরু দাশ, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, রাখাল চন্দ্র দাশ, নৃপেন্দ্র পাল, প্রদীপ রায়, রঞ্জু দাশ, মৃদুল কান্তি রায়, শংকর দেব, উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায়, বিশ্বমনি সরকার, লিটন দেবনাথ, খোকন দাশগুপ্ত, বিভু আচার্য, সুবিনয় রায়, কাঞ্চন বণিক, বিধান পাল, সাংবাদিক অঞ্জন রায়, নিতেশ দাশ, সুদিন দাশ, রাজীব দাশ, বিপুল চক্রবর্তী, বিপুল দাশ প্রমুখ।
গোবিন্দ জিউ-র মন্দিরের সেবায়েত সুধাম বৈষ্ণব ও পান্না লাল ভট্টাচার্য সার্বিক সেবাকার্য পরিচালনা করেন। রথটি বাজার প্রদক্ষিণকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
রার/সা.এ
সর্বশেষ খবর