
সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার (২৭ জুন) সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শামসউদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাওলানা জসিম উদ্দিন, জামায়াত নেতা নুর হোসেন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, "৫ই আগস্টের বিজয় ছিল সাহসী মানুষের বিজয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন্য একদল সাহসী মানুষ শাহাদাৎ এর তামান্না নিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।" তিনি এই স্বাধীনতার শুকরিয়া স্বরূপ ময়দানে কাজ বৃদ্ধি ও সাংগঠনিক মজবুতি অর্জনের আহ্বান জানান।
রার/সা.এ
সর্বশেষ খবর