
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সার্বজনীন আখড়া কমিটির আয়োজনে গতকাল শুক্রবার বিকেল ৫টায় আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়।
হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের অংশগ্রহণে রথযাত্রাটি আখড়াবাড়ি থেকে শুরু হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্বজনীন আখড়াবাড়িতে এসে শেষ হয়। পুরো যাত্রাপথে ভক্তরা 'জয় জগন্নাথ' স্লোগানে মুখরিত করে তোলেন। নারীদের সাথে শিশুরাও জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেয়।
রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা ফিরোজুল আলম মামুন মোল্লা, জেলা বিএনপির নেতা এজেড সালেহ ফারুক, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, ব্যবসায়ী দিলীপ কর্মকার, নন্দ তালুকদার, শিবু ঘোষ, খোকন কর্মকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, রথযাত্রার উদ্দেশ্য হলো সকল মানুষকে সৃষ্টিকর্তার অভিমুখে নিয়ে যাওয়া।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর