
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউসুফ আলী নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে ফুলকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে সরকারি স্থাপনা, বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে। ইউসুফ আলী পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলকুমার নদ থেকে ইউসুফ আলী দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে থানাঘাট বাজারের হাটশেড, বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা। বারবার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে জানান স্থানীয়রা।
মলিদা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, "নদী থেকে এভাবে বালু তুলতে থাকলে একসময় আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাবে।" একই আশঙ্কার কথা জানিয়ে রেজিয়া বেগম বলেন, বালু উত্তোলনের কারণে তাঁরা ভাঙনের আতঙ্কে আছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন জানান, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলনের ফলে থানাঘাট নতুন হাটশেড ও নদীতীরের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে।
বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী প্রথমে কথা বলতে রাজি হননি। পরে তিনি দাবি করেন, নদীর দুই পাড়ের জমি তাদের হওয়ায় তারা বালু তুলে বিক্রি করছেন।
পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর জানান, বালু তোলার বিষয়টি তার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, বালু তোলার খবর পেয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর