
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় কেদার ইউনিয়ন বিএনপির ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
গত ১৮ জুন কচাকাটা বাজারস্থ কেদার বিএনপির কার্যালয় দখল করতে গিয়ে স্থানীয়দের হাতে মারধরের শিকার হন মজিবর রহমান (ইউসুফ) জমিদার নামের এক ব্যক্তি। তিনি কেদার ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এই ঘটনার জেরে মজিবর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ গত ২৪ জুন পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩৪১/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় একটি মামলা গ্রহণ করে (মামলা নং- ১০/২৫)।
মামলার প্রতিবাদে শুক্রবার (২৭ জুন) কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং কেদার বিএনপি অফিস দখল করতে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কচাকাটা বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়াল, কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর