
শেরপুর জেলার নালিতাবাড়ী পৌরশহরের মধ্য কালীনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মধ্য কালীনগর মহল্লার আজিজুল হকের পুত্র মনজুরুল ইসলাম (৩২) ও মৃত আলী হোসেনের পুত্র আঃ হান্নান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরশহরের মধ্য কালীনগর এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় মদ মজুদ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ মনজুরুল ইসলাম ও আঃ হান্নানকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর