
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভা শাখা এই সমাবেশের আয়োজন করে।
পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা মো. হাফিজুর রহমান।
পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী মু. গোলাম কিবরিয়া, শেরপুর-৩ আসনের প্রার্থী মো. নুরুজ্জামান বাদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আগামী দিনে ইসলামী ও ইনসাফের শাসন প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মী সম্মেলনে শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সহযোগী সংগঠন শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী মসজিদে গিয়ে শেষ হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর