
জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় মালিকবিহীন একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। আজ শনিবার ভোর ৫টার দিকে ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির অধীনে রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফুসকা ভর্তি ট্রাকটি আটক করা হয়।
বিজিবি জানায়, ট্রাকটি রাজাপাড়া এলাকা দিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় ৬,১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত ভারতীয় ফুসকা ও ট্রাক শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর