
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর ম্যানেজমেন্ট বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংক সাত সদস্যের এই বোর্ড পুনর্গঠন করে ডাক বিভাগকে চিঠি দিয়ে বিষয়টি জানায়।
পূর্বতন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান কাইজার এ চৌধুরী নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এছাড়াও, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব পদাধিকার বলে সদস্য হিসেবে থাকবেন।
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪-এর ১৮(৪) ধারায় অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক এই ম্যানেজমেন্ট বোর্ড পুনর্গঠন করেছে।
এখন থেকে এই ম্যানেজমেন্ট বোর্ড কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণের জন্য কাজ করবে। বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে এই বোর্ডের অধীনেই ‘নগদ’ পরিচালিত হবে।
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর