
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. সিরাজুম মনিরা (৩৩) নামের এক উপজেলা পরিষদ কর্মকর্তা মারা গেছেন। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদে চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুম মনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সিরাজুল মুন্সির মেয়ে এবং সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তাদের ১০ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
মৃতের ভাইগ্না মনিরুজ্জামান জানান, শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে মনিরা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার সকালে তার অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পথে তিনি মারা যান।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে বরিশাল রেফার করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাথরঘাটায় মারা গেছেন দুইজন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর