
ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের ভাই নুরে আলম বিশ্বাস ওরফে আলম বিশ্বাসের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আলম বিশ্বাস পূর্বে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং মৎস্যজীবী লীগের সাথেও যুক্ত ছিলেন। সম্প্রতি শহরের একটি আলোচনা সভায় ইসলামী আন্দোলনের অতিথি হিসেবে যোগদানের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব পান এবং জেলা শাখায় শপথ গ্রহণ করেন।
আলম বিশ্বাসের এই আকস্মিক রাজনৈতিক পরিবর্তনে স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন, ক্ষমতার পালাবদলের আভাস পেয়ে তিনি দল পরিবর্তন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, "এই সুবিধাবাদীরা রাজনীতিকে কলুষিত করছে।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের রাজনৈতিক রূপ পরিবর্তন গণতন্ত্র ও দলীয় শৃঙ্খলার জন্য হুমকি।
আলম বিশ্বাস জানান, তিনি বরাবরই মসজিদ-মাদ্রাসা নিয়ে কাজ করেন এবং সেই কারণেই ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। মৎস্যজীবী লীগে যুক্ত হওয়ার কারণ হিসেবে তিনি জানান, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট করার জন্য তিনি মূলত ওই সংগঠনে ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম জানান, আলম বিশ্বাস তার দলবল নিয়ে চরমোনাই গিয়ে পীর সাহেবের কাছে সদস্য ফরম পূরণ করার পরেই তারা তাকে গ্রহণ করেছেন। তিনি আরও জানান, দাওয়াতের মাধ্যমে তিনি সেখানে গেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর