
ছাগলনাইয়া থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার আমতলী বাজার এলাকার বাসিন্দা মো. কবির মোল্লার স্ত্রী নাজমা বেগম (৪২), ছাগলনাইয়া শহরের উত্তর সহদেবপুর এলাকার মো. শহীদের ছেলে মো. সুমন (৩৩), শহরের নাজির রোডের বাসিন্দা মো. লিটনের ছেলে মো. মেহেদী হাসান (১৯), বাগেরহাট জেলার আমতলী বাজার এলাকার মো. কবির মোল্লার ছেলে মো. হৃদয় প্রকাশ সুন্দরী (১৬), সদর উপজেলার শিবপুর আমাদ আলী মাঝি বাড়ির বাসিন্দা মো. মিরাজের ছেলে মো. শাহীন (১৬) এবং শহরের বিরিঞ্চি এলাকার বড় বাড়ির বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে আল আমিন (১৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মে ছাগলনাইয়ায় ১৪ ভরি ৫ আনা ওজনের স্বর্ণালংকারসহ নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে নাজমা বেগম, মো. সুমন ও মো. হৃদয় প্রকাশ সুন্দরীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১১.৮৯ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুলসহ নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর