
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন।
শনিবার (২৮ জুন) জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, সাতগাঁও বাজার, দুবলারচর এবং জেলা সদরের বেরাজালী বাজারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের নেতা-কর্মীদের লুটপাট ও জুলুমের শিকার হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার বিএনপি নেতা-কর্মীদের উপর মামলা, হামলা, অত্যাচার ও জেল জুলুম করেছে।
তিনি আরো বলেন, "৫ই আগস্টের ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা তাদের অপকর্মের ফল পেয়েছে। সাধারণ মানুষ এখন মন খুলে কথা বলতে পারছে এবং দেশের জনগণ নির্বাচন চায়।"
নুরুল ইসলাম নুরুল তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, এই দফাগুলো জনগণের মনের কথা বলবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন এবং তার হাতেই বাংলাদেশ ও দেশের জনগণ নিরাপদ।
এ সময় জেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তার সঙ্গে ছিলেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরুল জানান, তিনি গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের জেল জুলুম ও নির্যাতন সহ্য করে इस আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। এলাকার ভোটার, নেতা-কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর