
উন্নত ডিগ্রি, নিরাপদ ভবিষ্যৎ এবং সম্ভাবনাময় ক্যারিয়ারের আশায় প্রতি বছর বাংলাদেশের বহু শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই ধারাবাহিকতাকে আরও বেগবান করতে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টাডি নেট আয়োজন করতে যাচ্ছে 'Australian Higher Education Roadshow 2025'।
আগামী ৩০ জুন ঢাকার শেরাটন হোটেলে এবং ৮ জুলাই চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এই রোডশো অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়ার ৩০টির বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এদের মধ্যে University of Adelaide, University of Wollongong, La Trobe University, Flinders University, CQ University, Federation University, University of Southern Queensland এবং Torrens University Australia উল্লেখযোগ্য।
শিক্ষার্থীরা রোডশোতে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। সেইসঙ্গে প্রোফাইল অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন, স্কলারশিপ ও টিউশন ফি সংক্রান্ত হালনাগাদ তথ্য, ভিসা আবেদন, ডকুমেন্টেশন, IELTS এক্সাম রেজিস্ট্রেশন এবং ইনস্যুরেন্স সংক্রান্ত বিষয়েও সহায়তা পাওয়া যাবে। এছাড়াও পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট এবং পার্ট-টাইম চাকরি নিয়ে interesados শিক্ষার্থীদের জন্য থাকবে বাস্তবভিত্তিক গাইডলাইন ও অভিজ্ঞ পরামর্শকদের সহায়তা।
অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৫,০০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত। ২০২৪ সালে দেশটিতে সাত লক্ষাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন এবং এই খাত দেশটির অর্থনীতিতে প্রায় ৪০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। QS World University Rankings 2025 অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০-এর তালিকায় রয়েছে।
স্টাডি নেট এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করে আসছে। তারা ভর্তি সহায়তা, ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট, একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন, SOP ও GTE প্রস্তুতিতে সহায়তা, ভিসা ইন্টারভিউয়ের গাইডলাইন এবং অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর অনশোর সাপোর্ট দিয়ে থাকে।
আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.studynet.com.au/expo-bd।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর