
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের সাইফুল ইসলাম (৩৭), রানীগাও গ্রামের রতন মিয়া (২৫) ও একই গ্রামের সজীব মিয়া (২০)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্ন্যাসীভিটা এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে শনিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর