
গাজীপুর জেলার কালীগঞ্জে একটি মাদরাসার ১০ বছর বয়সী ছাত্রকে বস্তায় ভরে ছাদে ফেলে রাখার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী আবু বকর সিদ্দিকী (১০) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) সকালে মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া (২৯) কোনো কারণে আবু বকরকে মারধর করেন। শিশুটি বিষয়টি পরিবারকে জানানোর কথা বললে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে একটি চটের বস্তায় ভরে মাদরাসার দোতলার রেলিংবিহীন ছাদে ফেলে রাখেন এবং বাইরে থেকে মাদরাসার গেট তালাবদ্ধ করে দেন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর শিশুটি বস্তার মধ্যেই প্রস্রাব ও পায়খানা করে দেয়।
পরে মাদরাসার অন্য এক শিক্ষার্থী জানালা দিয়ে পালিয়ে গিয়ে শিশুটির পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, শিশুটি যাতে পালাতে না পারে, তাই তার মাথা বস্তার বাইরে রাখা হয়েছিল।
ওসি আরও জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর