
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। এতে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানকে সভাপতি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুজ্জামান শুভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। এছাড়াও ডিবেটিং ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৪৬ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক (অতিরিক্ত পরিচালক, আইকিউএসি), সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) তাহমিদ ঈশাদ রূপাই, সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) রাইয়্যান আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক (সার্কিট) রাকিব হাসান মুবিন, সাংগঠনিক সম্পাদক (ক্লাব) নুবাহ নাশিতা ফারিহাত, দপ্তর সম্পাদক আশিকুর রহমান কৌশিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. মাসরুল আহসান, কর্মশালা বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল এবং প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জান্নাত।
কমিটিতে হল ও অনুষদ প্রতিনিধিসহ বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর