
বরগুনার ফার্মেসি পট্টি এলাকায় অভিযান চালিয়ে চার জন ভুয়া ডাক্তারকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বিএমডিসি’র সনদ ছাড়াই জনসাধারণের সঙ্গে প্রতারণার অভিযোগে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বিএমডিসি’র রেজিস্ট্রেশন ব্যতীত ফার্মেসি পট্টি ও মিষ্টি পট্টি এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ্’র নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় ডিবি। অভিযানে জাহাঙ্গীর হোসেন, ইদ্রিস মিয়া, বিধান রঞ্জন রায় ও জহিরুল ইসলাম সৌরভ নামের চারজনকে আটক করা হয়। তাদের কারো বিএমডিসি’র সনদ নেই এবং তারা ডাক্তার পদবি ব্যবহার কিংবা চিকিৎসা দেওয়ার যোগ্য নন।
আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর, ইদ্রিস ও বিধান রঞ্জন রায় নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে চেম্বার না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জহিরুল ইসলাম সৌরভ দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, আরও তিনজনকে আটক করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বরগুনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা আর চেম্বার করতে পারবেন না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর