
ফেসবুকে ইসলাম ধর্ম ও সাহাবায়ে কেরামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উমায়রা ইসলাম নামের এক নারী আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিজ বাসা থেকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত উমায়রা ইসলাম দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং সাহাবি হজরত উমর (রা.) ও হজরত মুয়াবিয়া (রা.) সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে আসছিলেন। শনিবার তিনি সর্বশেষ পোস্টে খলিফাতুল মুসলিমীন হজরত উমর (রা.) এবং সাহাবি হজরত মুয়াবিয়া (রা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে মৌলভীবাজার মুসলিম কমিউনিটি, জেলার আলেম-উলামা, সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ ছাত্রজনতা অভিযুক্ত নারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন। এরপর পুলিশ তৎপর হয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উমায়রা ইসলামকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর