কক্সবাজার: কক্সবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ পারভেজ মোশাররফ (২৫) নামের এক যুবক ও রিমু আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙা এলাকায়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলচালক পারভেজ মোশাররফ। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পারভেজ পেকুয়া উপজেলার মগনামার সাইটপাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে। দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পারিবারিক সূত্র জানায়, পারভেজ বন্ধুদের সঙ্গে টেকনাফে ঘুরতে গিয়েছিলেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, রবিবার বেলা ১২টার দিকে উখিয়ার পালংখালী এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার শিক্ষার্থী রিমু আক্তার সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে রিমু দুর্ঘটনার শিকার হন।
পালংখালীর স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়ক ব্যবস্থা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর