
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। হত্যা মামলার আসামি হওয়ায় দেশেও ফিরতে পারছেন না তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন। তাই অনেকেই মনে করেছিল আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে দেশসেরা এই ক্রিকেটারকে।
তবে গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াডে সাকিব অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (২৯ জুন) জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।
তিনি বলেন, সাকিব আল হাসান এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনও আকাশচুম্বী। আমরা তাকে দলে চাইনি, এমন নয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে নেওয়া সম্ভব হয়নি।
গত ৫ আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আর সেই সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। এরপরই ভিন্ন মামলায় তার নাম জড়িয়ে পড়ে। তাই দেশে ফেরেননি তিনি।
তাই সাকিবকে দলে না নেওয়া পিছনে কোনো চাপ আছে কি না জানতে চাওয়ায় তানিমের কাছে। জবাবে তিনি বলেন, আমরা কোনো দিক থেকে চাপ পাইনি বা সাকিবকে বাদ দিতে বলা হয়নি। এটা পুরোপুরি আমাদের দল পরিচালনা কমিটির সিদ্ধান্ত।
সাকিবের প্রশংসা করে তিনি আরও বলেন, সাকিব দলে থাকলে অনেক জায়গা সহজ হয়ে যায়—তিনি একজন ব্যাটার, স্পিনার এবং লিডার। কিন্তু সব দিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি সাকিব নিজেও বিষয়টি বুঝতে পারছেন।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর