
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের অধীন ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং’ এর সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রকল্পে অংশগ্রহণকারী ৯৭৮ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হক সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত এ জ্ঞান শিক্ষাজীবন ও কর্মজীবনে বিশেষ অবদান রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্বারোপ করে বলেন, যেকোনো আলোচনায় আমি স্কিল ডেভেলপমেন্টের ওপর বেশি গুরুত্ব দিই। আমাকে অনেকের সাথে কাজ করতে হয় যেখানে আমি স্কিলের প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা কোনো কিছু জানতে চাইলে প্রথমে দরকার হয় তথ্য, যা জ্ঞানে পরিণত হয়। তাই স্কিল অর্জন করা প্রয়োজন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর