
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমার অপসারণ চেয়ে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজ।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতিতে খাদ্যশস্য বিতরণে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করছেন।
বক্তারা আরও বলেন, পার্বত্য উপদেষ্টা একটিমাত্র গোষ্ঠীকে সুবিধা দিচ্ছেন এবং ত্রিপুরা, মারমা ও বাঙালি জনগোষ্ঠীকে বঞ্চিত করছেন। পার্বত্য মন্ত্রণালয় কোনো একটি গোষ্ঠীর জন্য নয়, এটি সকল সম্প্রদায়ের জন্য। কিন্তু এখানে প্রচণ্ড বৈষম্য করা হচ্ছে এবং বিভিন্ন বরাদ্দে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।
আন্দোলনকারীরা ৪ দফা দাবি জানান: সুপ্রদীপ চাকমাকে অপসারণ, তার সহযোগী যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণ, খাদ্যশস্যসহ যেকোনো বরাদ্দে সুষম বণ্টন এবং পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায্য ভিত্তিতে সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে পদ থেকে অপসারণ করা না হলে তারা রাজপথে নামতে এবং অবরোধ কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।
সমাবেশে রুমেল মারমা, আব্রে মারমা, প্রকৌশলী ক্যরী মগ, মারমা মহিলা নেত্রী উক্রাচিং, অংগ্য মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর