
কুমিল্লা: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে ২ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ২.৯৯ শতাংশ। এই বিষয়ে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, রোববার (২৯ মে) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় লাকসাম মডেল কলেজ ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে।
এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা ছিল ২.৭১ শতাংশ। সেই হিসেবে বাংলা প্রথমপত্রের চেয়ে দ্বিতীয়পত্রে অনুপস্থিতির সংখ্যা ২৫৪ জন বেশি। প্রথম পত্রে তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিলেন। সব মিলিয়ে বাংলা বিষয়ে মোট ৫ হাজার ১১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ড সূত্রে জানা যায়, বাংলা দ্বিতীয়পত্রে মোট ৮৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৮২ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে কুমিল্লা জেলার ৯৭১ জন, নোয়াখালী জেলার ৭৬৪ জন, ফেনীর ৪৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২৬০ জন, লক্ষ্মীপুরের ১৫৯ জন এবং চাঁদপুরের ৭২ জন পরীক্ষার্থী ছিলেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বিদেশগামী প্রবণতা, বাল্যবিবাহ এবং সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
অধ্যাপক রুনা নাছরীন জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
উল্লেখ্য, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। ১৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর