রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করার লক্ষ্যে নাগরিকদের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জুলাইয়ের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রবিবার (২৯ জুন) প্রকাশ করেছে ইসির নির্বাচন সহায়তা শাখা। দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর খসড়া প্রস্তুত করা হয়েছে। বিধিমালাটি চূড়ান্ত করতে নাগরিকদের সুচিন্তিত মতামত চাওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মতামত প্রদানের জন্য [email protected] এই ঠিকানায় ইসি সচিবের কাছে আগামী ১০ জুলাইয়ের মধ্যে ইমেইলে পাঠাতে হবে।
এর আগে গত ১৯ জুন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, আচরণবিধির সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে। আরপিওর সংশোধনের বিষয় এবং রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে কিছু পরিবর্তন বা সংশোধন হতে পারে। এটি খসড়া আকারেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জাতীয় এর সর্বশেষ খবর