
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় ঢাকা ফুড এন্ড বেকারিকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পোড়া তেল ও মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো পানি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ডালডা ব্যবহারের অভিযোগে এই জরিমানা করা হয়।
রবিবার (২৯ জুন) বিকেলে কচুয়া বাজারের পশ্চিম দিকে বহেড়াতৈল রোডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অবৈধভাবে মানবদেহে ব্যবহার করা হয় এমন রং মেশানো পানি, মেয়াদোত্তীর্ণ ডালডা এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর