
পঞ্চগড় পৌরসভায় ন্যায্যমূল্যে খাদ্য বিতরণের লক্ষ্যে ডিলার নিয়োগের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডের জন্য এই লটারি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক সীমা শারমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নয়টি পদের জন্য ১২৯ জন আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১০৯টি আবেদন লটারির জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মতিতে বাক্স থেকে নয়টি আবেদন তোলা হয়।
লটারিতে নির্বাচিত ডিলারগণ হলেন: ১নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, ২নং ওয়ার্ডে মো. সোলায়মান, ৩নং ওয়ার্ডে মো. মখলেছুর রহমান, ৪নং ওয়ার্ডে আব্দুল খালেক, ৫নং ওয়ার্ডে আব্দুল হালিম, ৬নং ওয়ার্ডে আতিকুজ্জামান, ৭নং ওয়ার্ডে এমদাদুল হক, ৮নং ওয়ার্ডে একরামুল হক এবং ৯নং ওয়ার্ডে মাজাহারুল ইসলাম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক জানান, খাদ্য বিভাগের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। কোনো ডিলার শর্ত ভঙ্গ করলে তার ডিলারশিপ বাতিল করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর