
জীবনযাত্রার মানোন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও সমন্বিত উন্নয়ন প্রচেষ্টার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় ‘উন্নয়নের গল্প: জীবন বদলের অভিজ্ঞতা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইস সহযোগিতা কার্যক্রমের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং বাংলাদেশের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত ১২টি প্রকল্পের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ টেকসই প্রভাব নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ, অংশীদার প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
কর্মশালায় নগর পুষ্টি ব্যবস্থা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, কৃষিভিত্তিক জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দারিদ্র্য বিমোচন, মানসম্পন্ন শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সহ বিভিন্ন খাতভিত্তিক প্রকল্পগুলোর ইতিবাচক প্রভাব এবং বাস্তবায়ন প্রক্রিয়ার শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা প্রকল্পভিত্তিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নয়ন প্রচেষ্টাকে আরও কার্যকর ও টেকসই করতে ভবিষ্যৎ কৌশল নির্ধারণে মতামত দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর