
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দুপুরে প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে গেলে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে কিশোরীকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করা হয়। পরে কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হলে সে তার মাকে ঘটনাটি জানায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর