
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপি’র টহলরত জওয়ানরা সোমবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর