
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জমা পড়া আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রতিবেদন তৈরির জন্য সাত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দলগুলোর থেকে প্রাপ্ত আবেদনসমূহ আইন ও বিধি মোতাবেক যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ছয়জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা, বাজেট ও ফাইন্যান্স শাখার সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদার ও আরাফাত আরা, এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা: সরওয়ার হোসেন, সংস্থাপন-২ শাখার সহকারী সচিব আফরোজা পারভীন, সহকারী সচিব আরাফাত আল হোসাইনী এবং সহকারী পরিচালক মো. আশাদুল হক।
এই সাত কর্মকর্তা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আসা আবেদন যাচাইয়ের জন্য একটি চেকলিস্ট অনুসরণ করবেন। সেই অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশনসহ একটি প্রতিবেদন তৈরি করবেন। এরপর সফট কপি ও হার্ড কপিসহ প্রতিবেদনটি নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবের কাছে জমা দেবেন।
উল্লেখ্য, গত ২২ জুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হয়েছে। ঐ দিন পর্যন্ত ১৪৪টি দলের ১৪৭টি আবেদন কমিশনে জমা পড়েছে। যাচাই বাছাইকারী কর্মকর্তারা রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী এসব আবেদন যাচাই-বাছাই করবেন। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে তদন্ত করা হবে। তদন্তে সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট দলগুলো নিয়ে দাবি-আপত্তি আহ্বান করবে ইসি। আপত্তি থাকলে শুনানি করে নিষ্পত্তি করা হবে। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর