
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে দুটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নে ওয়াইএসবি এবং ইউবিএম নামের ইটভাটা দুটিতে এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে দেখা যায়, ইটভাটা দুটি পাহাড় কাটছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সময় ইটভাটা দুটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। তা সত্ত্বেও ভাটাগুলো অবৈধভাবে চলছিল এবং পাহাড় কাটছিল। এছাড়া ইটভাটাগুলোর বৈধ কাগজপত্রও নেই। পাহাড় কাটার অপরাধে ওয়াইএসবি ব্রিকস ও ইউবিএম ব্রিকসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর