ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ জুন) এ নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপন কমিটিতে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের রাখা হয়নি। শুধুমাত্র নির্বাচন কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। এছাড়া, ইভিএমে ভোট না হওয়ার কারণে ইভিএম কক্ষের বিষয়টিও বাতিল করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সমন্বয়ে গঠিত জেলা কমিটি ভোটকেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিত। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠায় এবারের নীতিমালায় তা বিলুপ্ত করা হয়েছে। ২১ মে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পঞ্চম কমিশন এই নীতিমালা অনুমোদন করে।
নীতিমালা অনুযায়ী, পূর্বের ন্যায় গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং গড়ে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হবে। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬০ হাজারের বেশি ভোটকক্ষ ছিল।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জাতীয় এর সর্বশেষ খবর