
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রহমত উল্লাহ (৪৫) ও মো. দেলোয়ার হোসেন মাসুদ (৩২)।
যৌথ বাহিনী জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দমদমা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর