
ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
সোমবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী খালপাড় এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ মামুন মিয়া (৩৮) এবং চুনকুটিয়া চৌরাস্তা থেকে ১০০ পিস ইয়াবাসহ আকবরকে (৪১) আটক করা হয়।
ঢাকা জেলা দক্ষিণের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মাদক নির্মূলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাঁরা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যায়, মামুন মিয়ার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২টি এবং আকবরের বিরুদ্ধে মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও রূপনগর থানায় সর্বমোট ৫টি মাদক মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর