জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণের ক্ষেত্রে ফি ও চার্জ পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে "জাতীয় পরিচয়পত্র ও তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা, ২০১৪"-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের প্রক্রিয়া নিয়ে আজ (১ জুলাই) বিকেল ৩টায় নির্বাচন ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৈঠকে সভাপতিত্ব করবেন।
ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
* জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম সহজীকরণ বিষয়ে আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠেয় কর্মশালার প্রস্তুতি।
* প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক আদর্শ পরিচালনা পদ্ধতি (SOP) সংশোধন।
* জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত SOP-এ ধর্ম পরিবর্তন সংক্রান্ত শর্তাবলী পর্যালোচনা এবং বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সময় নির্ধারণসহ অন্যান্য বিষয়াবলী পর্যালোচনা।
* এনআইডি সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান ফি/চার্জ সংশোধন/বৃদ্ধিকরণ এবং জাতীয় পরিচয়পত্র ও তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা ২০১৪-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন।
 সর্বশেষ খবর
  জাতীয় এর সর্বশেষ খবর