
নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর 'জুলাই পথযাত্রা' কর্মসূচি গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা পৌরপার্কে এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির সূচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে সরকার পতনের পর নতুন দেশ গঠনের আন্দোলনে তারা নেমেছেন এবং গাইবান্ধা থেকেই এই সংগ্রামের শুরু। তিনি বলেন, গাইবান্ধার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে এখানকার ছয়জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে।
তিনি আরও বলেন, এই অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য, যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি বা নির্যাতনের শিকার হতে হবে না।
নাহিদ ইসলাম এলাকার সমস্যা তুলে ধরার জন্য সবাইকে আহ্বান জানান এবং এনসিপি সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
কর্মসূচির শুরুতে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা শেষে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
'জুলাই পথযাত্রা' কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির দেশব্যাপী আন্দোলনের অংশ।
কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর