
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর বেলবাড়ী পূর্বপাড়া এলাকায় আজ দুপুরে পুকুরে ডুবে ইনান নামের ৩০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইনান ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান কুমিল্লায় একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে কর্মরত আছেন।
স্থানীয় বাসিন্দা সাগর ও ইউপি সদস্য মানিক মিয়া জানান, শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, তিনি শিশুটির মৃত্যুর খবর শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে।
শিশু ইনানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর