
বরগুনা শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন খাবার দোকানে এই অভিযান চালানো হয়।
বরগুনা বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরগুনা জেলা শাখা যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্।
অভিযানে চারটি খাবার হোটেল ও একটি বেকারিতে ভেজাল মেশানোর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের মালিক/ম্যানেজারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনেন্ট এর সাব লেফটেন্যান্ট সাকিল, বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর