
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত সোহেল মিয়া (২২) নামের ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোহেল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি গাজীপুরের ভবানীপুরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোহেলের বড় ভাই ফারুক আহমেদ জানান, কুরবানির ঈদের এক সপ্তাহ আগে তার ভাই ময়মনসিংহ জেলার এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। তারা ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আজ সকালে তারা খবর পান, সোহেলের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর থেকে আহত অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের চার নম্বর অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত নারীকে আটকের জন্য অভিযান চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর