
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে আকস্মিক তল্লাশির সময় পুরুষ স্টাফদের উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক ছাত্রীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর হল কর্তৃপক্ষ এই তল্লাশি চালায়।
ছাত্রীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হলে তল্লাশি চালানো হয়। এ সময় নারী স্টাফদের সঙ্গে পুরুষ স্টাফরাও বিভিন্ন কক্ষে প্রবেশ করেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে ছাত্রীরা মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, তল্লাশির সময় পুরুষ স্টাফরা তাদের কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করেন, যা তাদের জন্য চরম অপ্রস্তুত ও ভীতিকর পরিস্থিতি তৈরি করে।
ভুক্তভোগী এক ছাত্রী বলেন, "আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে কয়েকজন পুরুষ স্টাফ কোনো রকমKnock না করেই রুমে ঢুকে পড়েন।" আরেকজন ছাত্রী জানান, "চেকিংয়ের সময় অফিসের কর্মচারী, ডাইনিংয়ের কর্মীরা এবং কয়েকজন শিক্ষক পর্যন্ত রুমে প্রবেশ করেন। পর্দাশীল ছাত্রী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল।"
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, "ছাত্রী হলে তল্লাশির সময় প্রথমে পুরুষ স্টাফদের ভেতরে যাওয়ার কথা নয়। মহিলা স্টাফদের পাশাপাশি পুরুষ স্টাফরা বাইরে ছিলেন। তবে, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর