
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটির গোয়েন্দা বিভাগ একটি তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, ডিএনসির কিছু কর্মকর্তা সাধারণ মানুষকে মাদক মামলায় ফাঁসানো, ভয়ভীতি দেখানো এবং ঘুষ নেওয়ার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করছেন।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপপরিদর্শক তন্তুমনি চাকমা ও কর্মকর্তা তায়েরিফুল ইসলাম। তাদের বিরুদ্ধে একটি চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে, যারা সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি খোরশেদ আলম নামের এক ব্যক্তি, যিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, তাকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ডিএনসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘি দক্ষিণ পাড়া পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১২ মে ডিএনসির একটি দল দুটি মোটরসাইকেল নিয়ে পাহাড়ি এলাকায় অভিযান চালায় এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করে। তারা মামুন ও সিরাজুল ইসলাম নামের দুই স্থানীয় ব্যক্তিকে সাক্ষী বানিয়ে তাদের স্বাক্ষর নেয়। এরপর তারা খোরশেদ আলমের বাড়িতে প্রবেশ করে তার সুজুকি মোটরসাইকেল জব্দ করার চেষ্টা করে। বাধা দিলে তারা স্থানীয়দের হুমকি দেয় এবং পরে ওই মোটরসাইকেল থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে খোরশেদ আলমকে আসামি করে মামলা করে।
খোরশেদের পরিবার জানায়, তার মা ফিরোজা খাতুন ছেলেকে মাদক ব্যবসায়ী হিসেবে অপবাদ দেওয়ার কারণে ১৮ জুন স্ট্রোক করে মারা যান।
মামলার সাক্ষী মো. মামুন জানান, প্রথমে তারা ভেবেছিলেন পাহাড়ে ইয়াবা উদ্ধার হয়েছে, কিন্তু পরে জানতে পারেন খোরশেদের বাড়ি থেকে বাইক নিয়ে তাকে আসামি করা হয়েছে। তিনি বলেন, এটা সাজানো নাটক ছিল। অন্যান্য সাক্ষীরাও একই কথা বলেছেন এবং তদন্ত কর্মকর্তার কাছে ঘটনাটি সাজানো বলে স্বীকার করেছেন।
খোরশেদ আলম জানান, তার বাইকটি ঘরের ভেতরে পার্ক করা ছিল। ডিএনসির কর্মকর্তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে বাইকটি নিয়ে যান। পরে এক ভাগিনার মাধ্যমে পাঁচ লাখ টাকা দাবি করে, টাকা না দিলে মাদক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।
ডিএনসির তদন্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক তদন্ত করার কথা নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর