কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে সরকারি পণ্য মজুত রাখার অভিযোগে ওই মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নের আবিদপুর বাজার হাই স্কুল গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে এই তেল জব্দ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।
জানা যায়, আবিদপুর হাই স্কুল গেইট সংলগ্ন মো. কাউছারের মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল মজুত আছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ওই দোকান থেকে ৭৯টি কার্টনে থাকা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা।
ইউএনও তানভীর হোসেন জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত রাখার দায়ে ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল সরকারি নিয়ম অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, তেলগুলো কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের কাছ থেকে সরানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযুক্ত ব্যবসায়ী কাউছার দাবি করেছেন, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর বাজার থেকে বিক্রির উদ্দেশ্যে তেলগুলো কিনে দোকানে মজুত করেছিলেন।
সর্বশেষ খবর