
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার সকালে শিমলা-রোকনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আবু তালিব এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় শিমলা-রোকনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এরশাদ হোসেন, সেক্রেটারি নাজমুল হোসেন, ইউনিয়ন শিবির সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি আকিমূল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর