
পরিবেশ দূষণের দায়ে কুমিল্লা ইপিজেডে অবস্থিত সিগমা ইকোটেক লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২ জুলাই) যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটিকে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন।
অভিযানকালে বিশ্বরোড সংলগ্ন বিএসটিআই অফিসের পাশে হাওড়াতলী এলাকায় সিগমা ইকোটেক লিমিটেড কর্তৃক স্লাজ বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি কুমিল্লা ইপিজেডের সেন্ট্রাল ইটিপি-র বর্জ্য নিয়ম মেনে অপসারণ করছিল না।
এ ঘটনায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(গ) লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়।
সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর