
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘জুলাই বিপ্লব মঞ্চ’ নামে একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুমে নতুন কমিটির ঘোষণা করা হয়। কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির খন্দকার সংগঠনটির আহ্বায়ক হিসেবে কমিটি ঘোষণা করেন।
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তপু ইসলামকে সভাপতি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান সিহাবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি: উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোঃ প্রিন্স আহমেদ ও আহনাফ তাহমিদ বাঁধন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলফি শাওর নিরব ও মোঃ আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল আলীম সামি, সহ-সাংগঠনিক সম্পাদক ইফতিয়ার রহমান ইমন ও মোঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সাকলাইন মুস্তাক, সহ-অর্থ সম্পাদক আল মামুন ভূঁইয়া ও সাইরাস সালাদিন সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ মাসফি চৌধুরী অরিন, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খালিল ও মোঃ আশিকুর রহমান, মানবাধিকার সম্পাদক সাকিব আল হক, আইন ও শৃঙ্খলা সম্পাদক হানিফ আহমেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক তাহসিন আরাফাত, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক শেখ আবু সুফিয়ান, কাইউম কাউসার আমিন ও রিফাত আহমেদ, নারী বিষয়ক সম্পাদক ফারিহা সুলতানা, ক্রীড়া সম্পাদক মুরশিদ আলম, কার্যকরী সদস্য মোঃ আলামিন, তাসনিম বিন নাসিম, মোঃ নাইমুর রহমান নাঈম ও আহমদ উল্লাহ।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ তপু ইসলাম বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে জিইয়ে রাখা, ক্যাম্পাসে ফ্যাসিবাদী আগ্রাসন রোধ, শিক্ষার্থী বান্ধব ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা ও প্রেরণায় "জুলাই বিপ্লব মঞ্চ" গঠিত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর