
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু চুরির অভিযোগে এক কৃষি উপসহকারী কর্মকর্তাসহ তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সনমানিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ খবীর উদ্দিন মোল্যা গত ২৬ জুন কাপাসিয়া থানায় এই মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মৃত আবদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (৬৫), তার বড় ছেলে সনমানিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ (৩৮), ছোট ছেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম (৩৫), এবং একই এলাকার মৃত মিয়ার উদ্দিনের ছেলে সোহরাব (৪৫) ও জাকির (৪৮)।
মামলার বাদী উল্লেখ করেন, গত ১৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরসনমানিয়া গ্রামের দক্ষিণপাড়া জামাল বেপারীর বাড়ির মসজিদ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের খননকৃত সরকারি বালু কতিপয় দুষ্কৃতকারী চুরি করে অন্যত্র বিক্রি করছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে বালু কাটার সরঞ্জাম পাওয়া না গেলেও বালু কাটার যথেষ্ট আলামত ছিল।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ওই এলাকা থেকে আনুমানিক এক লক্ষ ঘনফুট বালু চুরি করে অন্যত্র বিক্রি করেছেন, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
সরেজমিনে স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদের বিরুদ্ধে সরকারি বালু চুরির অভিযোগে রাষ্ট্রদ্রোহী ৩৭৯ ধারায় মামলা হয়েছে। তার বাবা শাহাদাত হোসেন মাস্টার সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বড় ভাই জাহিদুল ইসলাম সনমানিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মাদক ব্যবসার সাথে জড়িত।
অভিযোগ রয়েছে, তৌহিদুল ইসলাম ২০১৭ সালে উপসহকারী কৃষিকর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এমনকি গত সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রচারে অংশ নিয়েছিলেন, যার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়।
স্থানীয়দের আরও অভিযোগ, তৌহিদুল ইসলাম কর্মস্থলে নিয়মিত থাকেন না এবং কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজ ও সার আর্থিক সুবিধার বিনিময়ে বিক্রি করেন। এছাড়াও, তিনি ফসলের কীটনাশক ও কীটনাশক দেওয়ার মেশিন স্থানীয় দোকানে বিক্রি করেন।
এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বালু বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) রফিকুল ইসলাম খান বলেন, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে, থানা বা আদালত থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, সরকারি বালি চুরির ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর