
বরগুনা জেলার আমতলী উপজেলায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে তানজিলা (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ১ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে নিজ বাসভবনে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। তানজিলা আমতলী সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব চৌকিদার (১৯) তানজিলাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। তানজিলা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সময় রাকিব তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন এবং বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তাকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু গত তিন মাসেও বিয়ে না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
১ জুলাই মঙ্গলবার সকালে রাকিব তানজিলাকে ফোনে জানান যে তিনি বিয়ে করতে পারবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।
তানজিলার বাবা কালাম গাজী জানান, রাকিব তার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে বিয়ে না করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তিনি এই ঘটনার বিচার চান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর