
বান্দরবানের লামা পৌরসভায় উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। ঠিকাদারদের অভিযোগ, সরকারি ভ্যাট ও আয়কর ছাড়াও অতিরিক্ত সাড়ে ৬ শতাংশ কমিশন দিতে হয়। অন্যথায় বিল পেতে সমস্যা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, কাজ পাওয়ার পর বিভিন্ন ধাপে এই কমিশন দিতে হয়। এর মধ্যে অনুমোদন খরচ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হিসাব বিভাগ এবং মেয়র/প্রশাসকের জন্য আলাদা হারে কমিশন নির্ধারিত আছে। এছাড়া, কাজের পরিমাণ কম হলে সেই বাবদ অর্থও ভাগাভাগি করার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কমিশন না দিলে ঠিকাদাররা কাজ পান না। দীর্ঘদিন ধরে টেন্ডার ছাড়া কাজ করিয়ে প্রকৌশলীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। দরপত্র আহ্বান করা হলেও সেখানে কমিশন দিতে হয়। অন্যথায় কাজ পাওয়া যায় না।
পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি মসজিদের টয়লেট নির্মাণেও কমিশন নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে লামা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ শহীদুল করিম কোনো মন্তব্য করতে রাজি হননি। পৌরসভার সহকারী প্রকৌশলী রুইপ্রু অং মার্মা জানান, তিনি নতুন যোগদান করেছেন এবং এ বিষয়ে কিছু জানেন না।
পৌর প্রশাসক ও লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, এখন পর্যন্ত কোনো ঠিকাদার এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর