
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(বি) ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন প্রদান করে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।
আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো এবং দলটির নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর